আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ইন্টারের মালিকানায় ভাগ বসাচ্ছে চাইনিজ গ্রুপ

ইন্টারের মালিকানায় ভাগ বসাচ্ছে চাইনিজ গ্রুপ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Interঅনলাইন স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইন্টার মিলানের বেশিরভাগ মালিকানা কিনে নিচ্ছে চাইনিজ সানিং গ্রুপ। ফলে বর্তমান বড় শেয়ারের মালিক এরিক তোহারের একক ক্ষমতার দিন শেষ হচ্ছে।

ধারণা করা হচ্ছে সোমবার (০৬ জুন) ইন্টারের পক্ষ থেকে ‍অফিসিয়ালি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাপারটি জানানো হবে। এছাড়া মাসিমিও মোরাত্তিও তার স্বল্প সংখ্যাক শেয়ারও ছেড়ে দিচ্ছেন।

সংবাদমাধ্যমের মতে চাইনিজ গ্রুপটি নেরাজ্জুরিদের ৬৮ ভাগ শেয়ার কিনে নিচ্ছে। যেখানে মোরাত্তির ৩০ ভাগ ও ইন্দোনেশিয়ান মালিক তোহিরের অর্ধেকেরে বেশি শেয়ার রয়েছে।

১৯৫০ সাল থেকে মোরাত্তির পরিবার ইন্টারের সঙ্গে জড়িত রয়েছে। তবে মালিকানা ছাড়লেও সান সিরোর নন-এক্সিকিউটিভ হিসেবে থাকতে পারেন তিনি। অন্যদিকে হাভিয়ার জেনেত্তি দলের কোন এক পদে থাকবেন।