ইফতার আয়োজনে লং বিচ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:১২ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল
পুরো রমজানে প্রতি বছরের মতো এবারও রকমারী ইফতারের আয়োজন করছে লং বিচ স্যুটস, ঢাকা।
দেশি বিদেশি বিভিন্ন স্বাদের ইফতার আইটেম দিয়ে সাজানো হয়েছে বিশেষ এই আয়োজন।
দেশীয় ঐতিহ্যবাহী ইফতারের সঙ্গে রয়েছে আরবীয় সুস্বাদু মিষ্টি এবং পশ্চিমা খাবারের বিভিন্ন আইটেম।
এছাড়াও ইফতারের সাথে থাকছে ডিনার এবং সেহেরির ব্যবস্থা।
বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে ইফতারের একটি প্যাকেজের সঙ্গে অন্যটি ফ্রি পাওয়ার অফার।