আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ইমরানের বিদায়ে ৫৭% পাকিস্তানিই খুশি

ইমরানের বিদায়ে ৫৭% পাকিস্তানিই খুশি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২২ , ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ায় বেশির ভাগ পাকিস্তানিই খুশি হয়েছেন। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ১১ ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া পাকিস্তানের ৫৭ শতাংশ ব্যক্তি জানান তারা ইমরানের বিদায়ে খুশি। তবে বাকি ৪৩ শতাংশ ইমরানের বিদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার ইমরানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের কয়েক ঘণ্টা পর এ সমীক্ষাটি চালায় গ্যালাপ পাকিস্তান। জরিপটি দেশটির ১০০টির বেশি জেলার এক হাজারের বেশি নারী ও পুরুষের ওপর চালানো হয়। গড়পড়তা একটি নাম্বার ডায়াল করে মতামত জানতে চাওয়া হয়। জরিপের ফলাফলে বলা হয়েছে, যারা ইমরানের বিদায়কে ইতিবাচক হিসেবে মত দিয়েছেন, তারা ইমরান খান সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়েই বেশি অসন্তোষের কথা জানান।