আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ইয়াবার বিনিময়ে টেকনাফে আনা ৭টি চোরাই গাড়ি উদ্ধার

ইয়াবার বিনিময়ে টেকনাফে আনা ৭টি চোরাই গাড়ি উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৯:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


13কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানী ঢাকা থেকে চুরি হওয়া ৭ টি গাড়ি পাওয়া গেছে কক্সবাজারের টেকনাফের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের কাছে। এ ঘটনায় চোরাই গাড়ি সিন্ডেকেটের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফের মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

বুধবার দিনব্যাপী টেকনাফের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় এসব গাড়ি উদ্ধার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ দল।

আটক চোরাই গাড়ি সিন্ডেকেটের সদস্য মেহেদী হাসান টেকনাফের নাইট্যং পাড়া আবদুল গফুরের পুত্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা
ব্যবসায়ী।

উদ্ধার হওয়া গাড়ির মধ্যে ৫ টি মাইক্রোবাস এবং ২ টি কার রয়েছে। মাইক্রোবাসের মধ্যে ৩ টি পাওয়া গেছে মেহেদী হাসানের কাছে।বাকি গাড়িগুলো

পাওয়া গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ীদের কাছে। এর মধ্যে জালিয়া পাড়ার মোহাম্মদ জুবাইরের কাছে ১ টি মাইক্রোবাস, বড় হাবির

পাড়ার ছৈয়দ আহমদের কাছে ১ টি মাইক্রোবাস, মোহাম্মদ ইউনুছের কাছে ১টি কার, মোহাম্মদ আলীর কাছে ১ টি কার পাওয়া যায়।

টেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানান, ঢাকার বিশেষ দলটি নিদিষ্ট মামলার প্রেক্ষিতে টেকনাফে এ অভিযান চালায়।এতে উদ্ধারকৃত গাড়ি এবং আটক মেহেদীকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।

অভিযানে থাকা পুলিশের এক সদস্য জানিয়েছে, কক্সবাজারের টেকনাফের চিহ্নিত ইয়াবা গডফাদাররা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই গাড়ি নিয়ে থাকে।এর বিনিময়ে ইয়াবা সরবরাহ করে আসছে।এসব গাড়ির বাইরে আরো অনেক গাড়ি ও মোটরসাইকেলও রয়েছে বলে জানান তিনি।