আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা, একচেটিয়া দাপটে ওয়ালটন

ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা, একচেটিয়া দাপটে ওয়ালটন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : অতি সন্নিকটে কোরবানির ঈদ, ঈদুল আজহা। এ সময়ে বাংলাদেশে ফ্রিজের চাহিদা থাকে সবচেয়ে বেশি। সাধারণ প্রয়োজনের পাশাপাশি কোরবানির মাংস সংরক্ষণের জন্য ফ্রিজ কেনেন লোকজন। তাই, সারা দেশে চাঙ্গা হয়ে উঠেছে ফ্রিজের বাজার। বরাবরের মতো এবারও ঈদবাজারে ব্যাপক বিক্রি হচ্ছে বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ। সারা দেশে ক্রেতারা আগেভাগেই ফিজ কিনতে ওয়ালটন শোরুমগুলোতে ভিড় করছেন।

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, সিলেট, নরসিংদীসহ দেশের অন্যান্য অঞ্চলে নিয়োজিত ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকরা ব্যাপক হারে ফ্রিজ বিক্রির খবর জানিয়েছেন। তারা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে ওয়ালটন ফ্রিজের চাহিদা ও বিক্রি বেড়েছে ব্যাপক হারে। দেশব্যাপী ওয়ালটন শোরুমে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড়।

উল্লেখ্য, কোরবানি ঈদ উপলক্ষে গত ১৫ মে, ২০২৩ তারিখে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু করেছে ওয়ালটন। এই সিজনে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পাচ্ছেন গাড়ি ফ্রিসহ লক্ষ লক্ষ উপহার। এ সুবিধা আছে ১৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।

জানা গেছে, ক্যাম্পেইনের এই সিজনে ইতোমধ্যে গাড়ি ফ্রি পেয়েছেন নওগাঁর গৃহিণী খাদিজা বিবি, যশোরের শার্শা উপজেলার আনসার বাহিনীর সদস্য শ্রী রতন লাল বাসফোড় ও নারায়ণগঞ্জ সদরের ব্যবসায়ী মাসুদ করিম। এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য ফ্রি পেয়েছেন অসংখ্য ক্রেতা। ঈদুল আজহার আগে আরও গাড়ি ফ্রি পাওয়ার সুযোগ আছে।

ঈদুল আজহায় একসঙ্গে প্রচুর পরিমাণ মাংস সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। এতে ফ্রিজার অংশে লোড অনেক বেড়ে যায়। ওয়ালটন ফ্রিজে ব্যবহৃত হচ্ছে টার্বো কুলিং প্রযুক্তি। ফলে, রেফ্রিজারেটর ও ফ্রিজার অংশ ঠান্ডা হয় অতি দ্রুত। তাই, লোড যত বেশি হোক না কেন, ওয়ালটন ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস, সবজি, ফলমূলসহ অন্যান্য সব খাবার সতেজ ও টাটকা থাকে দীর্ঘদিন। তাই, প্রতিবছরই কোরবানির ঈদে গ্রাহকচাহিদার শীর্ষে থাকে ওয়ালটন ফ্রিজ।

এবারের কোরবানির ঈদে ওয়ালটনের নতুন চমক হচ্ছে ৩২৫ লিটার ধারণক্ষমতার ভার্টিক্যাল ফ্রিজার, ২৫৫ লিটার ধারণক্ষমতার কনভার্টিবল মুডসমৃদ্ধ ফ্রিজারসহ বিশ্বের প্রথম 8-in-1 কনভার্টিবল মুডসমৃদ্ধ ৬৪৬ ও ৬১৯ লিটারের সাইড বাই সাইড ডোরের জায়ান্টটেক সিরিজের জিটি প্রো ও জিটি মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। এর মধ্যে ২৫৫ লিটারের কনভার্টিবল মুড ফ্রিজার ক্রেতারা তার প্রয়োজনমতো নরমাল ফ্রিজে রূপান্তর করতে পারবেন। জায়ান্টটেক সিরিজের 8-in-1 কনভার্টিবল মুডসমৃদ্ধ ৬৪৬ লিটারের জিটি প্রো ও ৬১৯ লিটারের জিটি মডেলের রেফ্রিজারেটরের ফ্রিজ ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমতো সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচও অনেক কম হবে।

স্থানীয় বাজারের পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত ওয়ালটনের ফ্রিজ ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, নাইজেরিয়া, উগান্ডা, ইরাক, সৌদি আরব, মেক্সিকোসহ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।