ঈদ উৎসব শেষে ঢাকায় ফেরা শুরু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২২ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : ঈদ শেষে ঢাকায় ফেরা শুরু হয়েছে। বাস- ট্রেন-লঞ্চের ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে। ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষগুলো আবার জীবন ও জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে মানুষ আসতে শুরু করেছে। ভোরের দিকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ফিরতে শুরু করে। প্রতিটি লঞ্চেই ভিড় না থাকলেও বিপুল সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ গুলো ঢাকায় এসেছে। বরিশাল থেকে সুন্দরবন ১০, সুরুভী ৯, পারাবাত ১৮, কীর্তনখোলা ২, মানামী নামের পাঁচটি লঞ্চ ভোর সাড়ে চারটার দিকে সদরঘাটে পৌঁছে।
এদিকে সড়কপথেও ঈদে ঘরে ফেরা মানুষ এখন ঢাকায় ফিরতে শুরু করেছে। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে ফিরে আসা বাসগুলোতে পর্যাপ্ত সংখ্যক যাত্রী ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলোর পেছনদিকে আট-দশটি সিট খালি ছিল এছাড়া অন্য সব আসনেই যাত্রী এসেছে। দিগন্ত পরিবহনের যাত্রী আইয়ুব হোসেন জানান, শনিবার থেকেই অফিস শুরু হয়ে যাবে।
প্রথম দিনই অফিসে উপস্থিত থাকতে হবে এজন্যই ঝামেলা এড়াতে একটু আগেভাগেই তিনি তার পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন। এজন্য ঈদ করেই চলে এসেছেন।
এদিকে রেলপথেও ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। যেসব ট্রেনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর এসে পৌঁছেছে তাতে উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী ছিল। যশোর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনগুলোর যাত্রীরা মূলত টঙ্গী থেকে নামাজ শুরু করেন। এরপর বিমানবন্দর ক্যান্টনমেন্ট পেস্টিসিদে অনেক যাত্রী নেমে পড়েন। তারপর বাকিরা গিয়ে নামেন কমলাপুর রেলস্টেশন। সব ট্রেনের যাত্রীদের চাপ ছিল।