আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদ ভিসা ক্যাম্পে দেয়া হবে ৬০ হাজার ভিসা: শ্রিংলা

ঈদ ভিসা ক্যাম্পে দেয়া হবে ৬০ হাজার ভিসা: শ্রিংলা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:১৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Indian-Visaকাগজ অনলাইন প্রতিবেদক: ভারতীয় হাইকমিশনের চলমান ‘ঈদ ভিসা ক্যাম্প’‌এ সর্বোচ্চ ৬০ হাজার বাংলাদেশিকে ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া এ ধরনের ভিসা ক্যাম্পেইন ভবিষ্যতে আরো করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১৩ জুন) রাজধানীর ইউএন রোডস্থ ইন্ডিয়ান হাইকমিশনের নিউ চ্যান্সারি কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার শ্রিংলা বলেন, এবার সর্বোচ্চ ৬০ হাজার ভিসা প্রদান করা হবে। ঈদ ভিসা ক্যাম্প এবারই শেষ নয়। ভবিষতে আরো করা হবে। এমনকি ঢাকা বাইরেও করা হতে পারে।

এই ভিসা ক্যাম্পে কোনো প্রকার ইন্টারভিউ বা কোনো দালাল ছাড়াই ১ বছরের মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। গত ৪ জুন এই ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে প্রতিদিন প্রায় ১০ হাজার লোক ভিসার জন্য আসছেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভিসা পাওয়ার যে জটিলতা তার সমাধান দিতে আমরা এই ক্যাম্প করেছি। এতে মানুষের ব্যাপক সাড়া পড়েছে। আমাদেরও সকাল সাতটা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে।

তিনি বলেন, আমরা মাল্টিপল ভিসা দিচ্ছি। যাতে আগামী ১ বছরের মধ্যে ভিসার জন্য আসতে না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশে মোট ১১টি জায়গা থেকে ভিসা দেওয়া হচ্ছে। তবে এই ক্যাম্প করা হয়েছে চাপ কমানোর জন্য। ভবিষ্যতে ঢাকার বাইরেও এটা করা হতে পারে। তবে তা ক্যাপাসিটি এবং অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করবে। তবে এটাই শেষ নয়। আরো ক্যাম্প হবে।
তবে হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, আগামী ঈদেও ঢাকাতেই ক্যাম্প করা হবে। এরপর হয়তো বাইরে যে কোনো শহরে করা হতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা, সেকেন্ড সেক্রেটারি মনোস স্মৃতি, অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।