আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে আসছে ‘কি করে বোঝাবো তোকে’

ঈদে আসছে ‘কি করে বোঝাবো তোকে’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৪ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : তরুণ সঙ্গীতপরিচালক এবং কন্ঠশিল্পী আহমেদ সজিব। ইতিমধ্যে দেশের ব্যস্ততম সঙ্গীতশিল্পীদের কন্ঠে তুলে দিয়েছেন তার সুর ও সঙ্গীতে অসংখ্য গান। এর মধ্যে বেশ কিছু গানও পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সঙ্গীতপরিচালনার পাশাপাশি নিজে গান গেয়েও বেশ প্রশংসিত আহমেদ সজিব। তার গাওয়া বেশ কিছু গানও রয়েছে বাজারে। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘এ সিরিজ মিউজিক’ নিয়েও কাজ করে চেলেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে আসছে তার গাওয়া নতুন গান ‘কি করে বোঝাবো তোকে’। গানটির কথা, সুর, সংগীত ও কন্ঠ দিয়েছেন তিনি নিজেই। গানটির মিউজিক ভিডিওর মডেল ছিলেন-শিমুল চৌধুরী ও আদৃতা সনিয়া। ঈদে গানটি প্রকাশ হবে ‘এ সিরিজ মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন সজিব। বললেন-আমি সব গানই চেষ্টা করি ভালো করার, তা নিজের হোক কিংবা অন্যদের। এই গানটিও যত্ন নিয়েই করেছি। চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার। আশা করছি, সবার ভালো লাগবে।