আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঈদে আসছে রিয়েল আশিকের ‘থাকিস কেনো দূরে’

ঈদে আসছে রিয়েল আশিকের ‘থাকিস কেনো দূরে’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২১ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক রিয়েল আশিক। ‘থাকিস কেনো দূরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকার ইসরাফিল রনি। সুর করেছেন সৈয়দ অমি এবং মিউজিক করেছেন রিয়েল আশিক নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অন্তর হাসান। মডেল ছিলেন-আলভি মামুন ও মমি খান। গানটি আগামী ১১ মে প্রকাশ হবে ‘সান প্রোডাকশন হাউজ’ থেকে।

এমনটাই জানালেন রিয়েল আশিক। বললেন, গানটির কথা খুবই সুন্দর। একটি ভালোবাসার সুন্দর গল্পকে কেন্দ্র করে মিউজিক ভিডিওর গল্প তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস গান এবং ভিডিওটিও সবার ভালো লাগবে।

এছাড়াও রিয়েল আশিকের সঙ্গীতায়োজনে দেশের জনপ্রিয় এবং উঠতি কন্ঠশিল্পীদের গাওয়া প্রায় দু’শর মতো গান রয়েছে। এর মধ্যে অনেক গান রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। নিজের কন্ঠেও রয়েছে বিভিন্ন কোম্পানি এবং নিজের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি গান।