আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ঈদে নৌযানে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

ঈদে নৌযানে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  আসন্ন ঈদুল আজহায় নৌযানে বা লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী  নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকতা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি যদি একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে যান, আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আপনার সঙ্গে যদি পাঁচজন থাকে পাঁচজন তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা এডজাস্ট করব।

প্রতিমন্ত্রী বলেন, তাহলে আমরা নিউজটা দিচ্ছি মোটরসাইকেলে লঞ্চ পারাপারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে-সেটা বলতে পারেন। তবে নৌপথে ভাড়া আগের মতই থাকবে।