আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্যাশন ঈদে বালুচরের নান্দনিক পাঞ্জাবী

ঈদে বালুচরের নান্দনিক পাঞ্জাবী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: ফ্যাশন


11অনলাইন ফ্যাশন ডেস্ক: আসছে ঈদ। সেই ঈদের ছোঁয়া লেগেছে পোশাকের বাজারে। ঈদ মানেই ছেলেদের পাঞ্জাবি। আর পাঞ্জাবীর অপর নাম বালুচর।

বালুচরই দেশের একমাত্র ফ্যাশন হাউস যার কালেকশনের পুরোটা জুড়েই পাঞ্জাবি। এই ঈদে বালুচর নিয়ে এসেছে দুইশত নতুন ডিজাইনের পাঞ্জাবি।

বাহারি সব ডিজাইনের পাঞ্জাবীতে কাজ হিসেবে রয়েছে –  কারচুপি, ব্লক-বাটিক, প্যার্টান,  এমব্রুডারী, এম্বুস, ব্লকপিন্ট ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া মেয়েদের জন্য বালুচরে নতুন সংযোজন এক্সক্লুসিভ ডিজাইনের সব কুর্তা। খুচরার পাশাপাশি পাইকারীও পাওয়া যাচ্ছে বালুচরের পোষাক।

যোগাযোগ: ৮১ আজিজ সুপার মার্কেট [৩য় তলা], শাহবাগ, ঢাকা।

মোবাইল: ০১৭১৬৫৫৬২৭১।

ওয়েব সাইট : www.balucharkurta.com