আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২, ২০২৩ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (২ জুলাই) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে আজ অফিসে যোগ দিয়েছেন কর্মজীবীরা।
বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। ঈদ উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ২৭ জুনকে ছুটি ঘোষণা করে ছুটি একদিন বাড়ানো হয়। এর ফলে ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে ঈদুল আজহা উপলক্ষে ২৮-৩০ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি ছিল। এর সঙ্গে ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হয়। এদিকে এখনও পুরনো রূপে ফেরেনি রাজধানী ঢাকা। যারা ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন, তাদের অনেকেই সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন লাগবে।