আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ঈদের ব্যস্ততায় জামদানিপল্লী

ঈদের ব্যস্ততায় জামদানিপল্লী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Jamdaniকাগজ অনলাইন প্রতিবেদক: ঈদ-উল ফিতরকে সামনে রেখে জামদানি শাড়ি-কাপড়ের চাহিদা বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ। রমজানের শুরু থেকেই তাই ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের জামদানি কারিগররা।

শীতলক্ষ্যার তীর ঘেঁষে নোয়াপাড়া গ্রামটি জামদানিপল্লী নামে পরিচিত। জামদানিপল্লীটি এখন বিসিক শিল্পনগরীর আওতাভুক্ত। এই বিসিক জামদানি শিল্পনগরীতে মোট ৪২০টি প্লট আছে, যার প্রত্যেকটিতে এখন জামদানি তৈরি হচ্ছে।

রোববার (১২ জুন) নোয়াপাড়ার জামদানিপল্লীতে গিয়ে দেখা গেছে, জামদানি কাপড় তৈরির কাজে ব্যস্ত এখানকার তাঁতি-কারিগররা। রোজার শুরু থেকেই দেশের বৃহত্তম এ জামদানিপল্লীর প্রতিটি ঘরে ঘরে নকশার আয়োজন চলছে। কেউ শাড়ি বুনছেন, কেউবা আবার কাপড়ে সুতা তুলছেন, কেউবা সুতায় রঙ করছেন। প্রত্যেক তাঁতিই এখন ব্যস্ত যার যার নিজস্ব কাজে।