আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড উজবেকিস্তানে মিনহাজ জিতলেও হেরেছেন শিরিন

উজবেকিস্তানে মিনহাজ জিতলেও হেরেছেন শিরিন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ৩:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Chess-newsঅনলাইন স্পোর্টস ডেস্ক: উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে জয় পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ। একই দিন হেরেছেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন।

অষ্টম রাউন্ডের খেলা শেষে মিনহাজ ৮ খেলায় ৫ পয়েন্ট এবং মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ৮ খেলায় ২.৫ পয়েন্ট অর্জন করেছেন।

অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে মিনহাজ চিনের ফিদে মাস্টার ঝি ইউয়িকে পরাজিত করেন। চতুর্থ জয়ে ২৩তম স্থানে আছেন এই আন্তর্জাতিক মাস্টার।

মহিলা বিভাগে শিরিন স্বাগতিক উজবেকিস্তানের শাপারোভা সিতোরার কাছে হেরে যান। ৩০তম স্থানে আছেন বাংলাদেশের এই মহিলা ফিদে মাস্টার।