আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Utoraকাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৪ জুন) উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৪৮ নম্বরের ওই বাড়ির ৪ তলা থেকে যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন মোল্লা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে নির্মাণাধীন ওই ভবনের ৪ তলায় এসে লাশটিকে পড়ে থাকতে দেখি।

নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাটি বিকেলের পর ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। লাশটি উদ্ধার কাজ চলছে। উদ্ধার শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঠানো হবে বলে জানান তিনি।