আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবের বরিশাল

উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবের বরিশাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২২ , ২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ প্রথম ম্যাচে টসে জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আজ আসরের উদ্বোধনী ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম দুপুর দেড়টায় মাঠে নামে ফরচুন বরিশাল আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে টস করতে আসেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বন্দরনগরীর দলটির। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারুণ্যনির্ভর দলটি। দলের ৬ রানেই ওপেনার কেনার লুইসের উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৫৯ রান। ফরচুন বরিশাল একাদশ- সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জেক লিন্টট, নাঈম হাসান, সালমান হোসেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ- কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।