আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// উদ্ভাবকদের দাবি : পরীক্ষামূলক লেরনলিমাব ব্যাপক কাজে দিচ্ছে

উদ্ভাবকদের দাবি : পরীক্ষামূলক লেরনলিমাব ব্যাপক কাজে দিচ্ছে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৭:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পরীক্ষামূলক ওষুধ লেরনলিমাব ব্যাপক কাজে দিচ্ছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাইটোডাইন কর্তৃপক্ষ।  এক বিবৃতিতে সাইটোডাইন জানায়, যুক্তরাষ্ট্রের খাবার ও ওষুধ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে লেরনলিমাব পরীক্ষা করে দেখা গেছে- বেশিরভাগ রোগীই উল্লেখযোগ্যহারে সেরে উঠেছে। এইচআইভি এইডস ও স্তন ক্যান্সারের চিকিৎসায় মূলত লেরনলিমাব ব্যবহার করা হয়। তবে করোনা চিকিৎসায় এটি কাজে দিচ্ছে। কভিড -১৯ যখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে; এই ওষুধটি সাইটোকাইন ঝড় কাটিয়ে উঠতে শরীরের উিমিউন সিস্টেমকে সাহায্য করছে। এফডিএ’র তত্ত্বাবধানে ৪৯ জন রোগীকে লেরনলিমাব দেওয়া হয়। তার মধ্যে ১১ জন করোনা রোগীই নিউইয়র্ক হাসপাতালের। জানা গেছে, তাদের সবাই নিবিড় পরিচর্যাকেন্দ্রের গুরুতর রোগী। সাতজন অঙ্গ পরিবর্তন করা রোগী এবং ১০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতীতে ডায়লালিসিস করে নিয়েছেন। সেই রোগীদের লেরনলিমাব দেওয়ার পর করোনার উপসর্গ কমে গেছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন গুরুতর রোগীকে লেরনলিমাব দিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। এমনকি এই ওষুধ দেওয়ার পর দু’জন রোগী লাইফসাপোর্ট খুলে দিয়েও স্বাভাবিক হয়েছেন। লেরনলিমাব দেওয়া এক রোগী নিউইয়র্ক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।