আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই: ব্যারিস্টার সামীর সাত্তার

উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই: ব্যারিস্টার সামীর সাত্তার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৩ , ৭:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বর্তমান সরকারের উন্নয়ন তালিকা তুলে ধরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সামীর সাত্তার বলেছেন দেশের উন্নয়ন ধরে রাখতে ও উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। একারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে। রোববার (১ অক্টোবর) বিকাল ৫ টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা ঈদগাহ মাঠে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাত্তার আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অভুতপূর্ণ উন্নয়ন সাধন হয়েছে। ঢাকা থেকে বকশীগঞ্জ উপজেলায় আসতে আগে যেখানে ৮ ঘন্টা সময় লাগত। যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের কারণে সেখানে ৫ ঘন্টায় গন্তব্যে পৌঁছা যাচ্ছে। এতে করে যাতায়াতের দুর্ভোগ কমে কর্মঘন্টা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন যার মাধ্যমে অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়ন হবে তাকেই আপনাদের বেছে নিতে হবে।
এসময় ব্যারিস্টার সামীর সাত্তার শেখ হাসিনা সরকারের জন্য স্থানীয়দের নিকট আবারও সমর্থন চান। মতবিনিময় সভায় সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুর মোর্তজা মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা প্রমুখ। মতিবিনিময় শেষে ধাতুয়াকান্দা আলহাজ কছিম উদ্দিন কওমী মাদরাসা পরিদর্শন, ধাতুয়াকান্দা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।