আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ উপজেলা পরিষদ নির্বাচন : লালপুরে চেয়ারম্যান হলেন শামীম আহম্মেদ সাগর

উপজেলা পরিষদ নির্বাচন : লালপুরে চেয়ারম্যান হলেন শামীম আহম্মেদ সাগর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৪ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।শামীম আহমেদ সাগর কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩০ হাজার ৫১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম (কৈ মাছ) ২০ হাজার ৬২০ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জয় (ঘোড়া) ৯ হাজার ৫৪৯ ভোট, সদ্য সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী (আনারস) ৬ হাজার ৮১২ ভোট, আওয়ামী লীগ সমর্থক মো. হাশেম আলী (মোটর সাইকেল) ৫ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।
আর আগে, ৮৪টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গণনা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীকে ৫০ হাজার ৬১৫ ভোট পেয়ে জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোহিদুল ইসলাম বাঘা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) ২৯ হাজার ১৩২ ভোট এবং মো. কামরুল হাসান (তালা) ১৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা মার্কা প্রতীকে ৪০ হাজার ৮০৯ ভোট পেয়ে আওয়ামীগের সমর্থক মোছা. মাহফুজা খাতুন শাপলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারভীন আকতার বানু (ফুটবল) ২৮ হাজার ১৭৫ ভোট এবং সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. লাবনী সুলতানা (কলস) ২৪ হাজার ৮৬ ভোট পেয়েছেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৩৮৬ জন, মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৪৫৬ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন। মোট ভোট পড়েছে ৪৩.২১%।