আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ উল্লাপাড়ায় বজ্রপাতে ২ ভ্যানচালকের মৃত্যু

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ ভ্যানচালকের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লাল চাঁদ প্রামানিকের ছেলে আব্দুল আলীম (৩৫) এবং বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩২)। বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর লিটন জানান, রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল আলীম ভ্যান নিয়ে হাওয়া থেকে বড়পাঙ্গাসী দিকে যাচ্ছিলেন। পথে কাশেম সেতুর কাছে বজ্রপাতে মারা যান তিনি।
বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, রাত সোয়া ৮টার দিকে সেলিম রেজা সিমলা বাজার এলাকায় ভ্যান চালানোর সময় বজ্রপাতে গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।