উড়ার আগেই আটকে গেল ‘উড়তা পাঞ্জাব’
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ২:০৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন বিনোদন ডেস্ক: আলোচনায় থেকেই যাচ্ছে ‘উড়তা পাঞ্জাব’। বড় ব্যানার, নামী স্টারকাস্ট থাকার পরও রিলিজের মুখেই আটকে গেল উড়তা পাঞ্জাব। সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষব্ধ বি টাউন। ডায়লগ ও টাইটেল কার্ড বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিএফসি (CBFC)।
প্রথম বাছাইয়ে বাদ পড়েছিল ৪০ টি দৃশ্য। এবার বলা হচ্ছে, টাইটেল কার্ডে পাঞ্জাব প্রদেশের নাম বাদ দিতে হবে। ছবির নাম রাখতে হবে ‘উড়তা’। বাদ দিতে হবে ড্রাগ নেওয়ার সিকোয়েন্স।
সেন্সর বোর্ড আরও জানেয়েছে, গোটা ছবির ডায়ালগ থেকে বাদ দিতে হবে পাঞ্জাব শব্দটি। অথচ পাঞ্জাবের ড্রাগ চক্র নিয়েই ছবির কাহিনী!
শোনা যাচ্ছে, পাঞ্জাবের শাসক দল অকালি’র দাবি, আসন্ন পাঞ্জাব ইলেকশনে প্রভাব ফেলতে পারে এই ছবির বিষয়। তাই আনফিশিয়ালি তারা পহলাজ নিহালনি পরিচালিত সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছেন, ছবিটি যেন এমনভাবে পরিবেশিত হয়, যা দেখে মনে হয় ঘটনাগুলো কোনও কাল্পনিক স্থানে ঘটছে! সব মিলিয়ে ৮৯টি কাট-এর নির্দেশ দিয়েছেন বোর্ড।
এদিকে, কাটাছেঁড়ার নির্দেশের বিরুদ্ধে উডতা পাঞ্জাবের প্রযোজক আপিল করেছে হাইকোর্টে। সোশাল মিডিয়ায় ইতোমধ্যেই ধিক্কার জানিয়ে অনুরাগ কাশ্যপ বলেছেন, এ ছবিকে যারা মুক্তি দিতে চাইছেন না, তারা আসলে পাঞ্জাবের ড্রাগ চক্রকেই প্রশ্রয় দিচ্ছেন।
তবে সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে সরব হয়েছেন অনেকেই। শহীদ কাপুরের ভাই ফেসবুকে এ বিষয়ে মতামত দিয়েছেন। প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মহেশ ভাট। আর বিবেক অগ্নিহোত্রী তো বলেই ফেলেছেন এটা নাকি গিড়তা পাঞ্জাব। সেন্সর বোর্ডের মাধ্যমে কি রাষ্ট্র মুখ বন্ধ করতে চাইছে? যদি তাই হয় তাহলে পাঞ্জাবের ভোটের পর কি এই সমস্যার সমাধান সূত্র মিলবে? মুক্তির আলো দেখবে উড়তা পাঞ্জাব? উত্তরটা সময়ই দেবে।