আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস উয়েফা বর্ষসেরা খেলোয়াড় জর্জিনিয়ো

উয়েফা বর্ষসেরা খেলোয়াড় জর্জিনিয়ো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২১ , ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জর্জিনিয়ো দুই স্তরেই সাফল্য আছে। ক্লাব ও জাতীয় দলে দুর্দান্ত সময় কেটেছে গত মৌসুমে। ক্লাব ফুটবলে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আবার ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির হয়ে শিরোপা জেতায় রেখেছেন গুরুত্বপূর্ন ভূমিকা। সবকিছু বিবেচনা করেই এবার উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৯ বছর বয়সী ফুটবলার জর্জিনিয়ো। তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। সেরা তিনে জর্জিনিয়োর প্রতিপক্ষ ছিল এনগোলা কন্তে ও কেভিন ডি ব্রুইনা। তবে ইউরোতে খেলা দেশগুলোর কোচ,চ্যাম্পিয়ন্স লিগে ও ইউরোপা কাপে খেলা কোচ এবং সাংবাদিকদের ভোটে জর্জিনিয়ো বর্ষসেরা হয়েছেন। বর্ষসেরা কোচও চেলসির,টমাস টুখেল। তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে চেলসি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানচেস্টার সিটিকে লিগ জেতানো পেপ গার্দিওয়ালা ও ইউরো জয়ী কোচ রবার্তো মানচিনি।
এছাড়া বর্ষসেরা গোলকিপার চেলসির এডওয়ার্ড মেন্ডি,সেরা ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস,সেরা মিডফিল্ডার চেলসির এনগোলা কন্তে ও সেরা ফরোয়ার্ড বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হল্যান্ড নির্বাচিত হয়েছেন।