আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় এক তৃতীংশ শিক্ষাপ্রতিষ্ঠান খামখা এমপিওভুক্ত হয়েছে

এক তৃতীংশ শিক্ষাপ্রতিষ্ঠান খামখা এমপিওভুক্ত হয়েছে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


finance-ministe - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ১৯৮৮ সালে আমাদের মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান ছিল মাত্র ৯ হাজার। এখন ২৮ হাজার করা হয়েছে। এই ২৮ হাজারের মধ্যে এক তৃতীংশই অত্যন্ত কামখা করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) সকালে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দাবি নং ২১ এ শিক্ষামন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রীর উত্থাপিত দাবির বিপক্ষে এমপিদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে কথা বলেছেন। তার দাবি শিক্ষকরা অনশন করেন এমপিওভুক্তির জন্য, এমপিওভুক্তি কেন হয় না। আমি তাদের জিজ্ঞেস করতে চাই। অন্তর্ভুক্তি সম্পর্কে সব সময় সোচ্চার, কিন্তু কী কারণে কোন সোচ্চার হোন না? কত শিক্ষা প্রতিষ্ঠান আছে ভুঁইফোর, চারজন শিক্ষক একজন ছাত্র নিয়ে একটি প্রতিষ্ঠান। এরকম প্রতিষ্ঠান সমন্ধে কেনো প্রতিবাদ করেন না।

তিনি বলেন, আমাদের দেশে ১৯৮৮ সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল মাত্র ৯ হাজার, এখন ২৮ হাজার হয়েছে। এরমধ্যে এক তৃতীংশ অত্যন্ত কামখা করা হয়েছে।

মেডিটেশন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, মেডিটেশনের নামে কোন শিক্ষা হয় বলে আমি মনে করি না। মেডিটেশনের নামে যেসব কর্মকাণ্ড চলে সেগুলো অনেক ক্ষেত্রে মানুষকে ঠকানোর চেষ্টা। শিক্ষা দিক্ষা হয় বলে আমার মনে হয় না।

বিভিন্ন জড়াজীর্ণ বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, কতগুলো বিদ্যালয় আছে, কতগুলো অত্যন্ত জড়াজীর্ণ সেদিকে খেয়াল করি না। এগুলোর দিকে খেয়াল করা উচিত।

পাঠ্যপুস্তক সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক সম্পর্কে আমার দুঃখ আছে। পাঠ্য বিষয় নিয়ে অনেকে অনেক বক্তব্য রেখেছেন, আমি খুশি হতাম যদি তারা শিক্ষামন্ত্রণালয়ে লিখিতভাবে পেশ করতেন। আমি নিজেই এ বিষয়ে অনেক মন্তব্য রাখি এবং লিখিত মন্তব্য প্রদান করি। আমার মনে হয়, আমরা আমাদের ভবিষত প্রজন্মের শিক্ষার দিকে নজর কম দেই। কারণ তাদের যে পাঠ্য বই আছে তার বোঝা যে কত ভারী সেটা যদি (স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে) আপনি সবগুলো এক সঙ্গে করেন এবং ঘাড়ে তোলার চেষ্টা করেন তাহলে বুঝবেন। এটা আমাদের ঠিক করা প্রয়োজন। এরমধ্যে কিসব জিনিস আছে সেগুলো একবার দেখা প্রয়োজন।