আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় বাংলাদেশ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২২ , ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


দিনের শেষে প্রতিবেদক :  টেস্ট ও টি-টোয়েন্টিতে ছন্দ খুঁজে না পেলেও ওয়ানডেতে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে রীতিমতো পাত্তাই পায়নি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয়ের হাতছানি এখন টাইগারদের সামনে। সেটাকে ভালোভাবেই কাজে লাগাতে চায় বাংলাদেশ। আগের ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডার জানিয়েছেন, শেষ ম্যাচ অবধি অপেক্ষা করবেন না তারা।

মিরাজ বলেছেন, ‘শেষ ম্যাচ পর্যন্ত তো অপেক্ষা করতে পারব না। কাল জিতলেই যেহেতু সিরিজ জিতব, একটু নির্ভার থাকতে পারব। অবশ্যই জেতার জন্যই তো খেলব। তবে আরও বেশি ফোকাসড থাকব। ’

‘ওরা (উইন্ডিজ) ফিরে আসতে চাইবে। ওরা ফিরে আসলেও কীভাবে আসতে পারে, সেগুলো নিয়ে এরই মধ্যে কথা বলেছি। অধিনায়ক মিটিংয়ে কথা বলেছেন। দিনের শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব। ’ জেতার জন্য কী করতে হবে সেটাও জানা আছে মিরাজদের। তিনি বলছিলেন, ‘জেতার জন্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাচ জিততে হলে যে প্রক্রিয়া—সেটি প্রত্যেক বিভাগেই ভালো করতে হবে। মাথায় অবশ্যই আছে ম্যাচ জেতার (ভাবনা), তবে কীভাবে জিতব, সেটিও মাথায় আছে। সে সব নিয়েই আলোচনা করেছি। ’