আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব এখনই বুড়ো ভাবতে চাই না- জো বাইডেন

এখনই বুড়ো ভাবতে চাই না- জো বাইডেন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২২ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যেই বয়স ৮০ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। তা নিয়ে কৌতুক করলেন তিনি। বললেন, মনেই হচ্ছে না ৮০ বছর বয়স আমার।তিনি বললেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে সক্ষম হবেন। শারীরিক ও মানসিক দিক দিয়ে প্রস্তুত তিনি। উল্লেখ্য, আগামী ২০ শে নভেম্বর ৮০ বছর বয়স পূর্ণ হচ্ছে বাইডেনের। এই বয়সে যুক্তরাষ্ট্রের মতো দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা তিনি, তা নিয়ে মার্কিনীদের মধ্যে প্রশ্ন থাকা স্বাভাবিক।

এমএসএনবিসিতে সাক্ষাৎকারে বয়স নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাইডেন। তিনি বলেন, জনগণকে ভাবতে হবে এ বিষয়ে। উল্লেখ্য, এরই মধ্যে জনমত জরিপে দেখা গেছে আগামী নির্বাচনে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে তিনি পাল্লা দেন এটা চায় না তারা। ২০২৫ সালে যখন নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন তখন বাইডেনের বয়স হবে ৮২ বছর। আর ট্রাম্পের ৭৮।

এই বয়সে ট্রাম্পকেও চায় না মার্কিনীরা। সম্প্রতি চালানো জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন মার্কিনীর মধ্যে মাত্র তিনজন চায় তারা দুজন আগামী নির্বাচনে মুখোমুখি হোন। প্রতি ১০ জন ডেমোক্র্যাটের মধ্যে ৫ জন চান, বাইডেন দ্বিতীয় মেয়াদে নির্বাচন করুন। এক্ষেত্রে ট্রাম্পকে চান প্রতি ১০ জন রিপাবলিকানের মধ্যে ৬ জন। এ নিয়ে দেলাওয়ার স্টেট ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, কেমন করছি সেটা যাচাই করাই হলো উত্তম উপায়। তিনি প্রশ্ন রাখেন, আমি কি ধীরে চলছি? আমি কি একই গতিতে চলছি?

এখনও আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার ঘোষণা দেননি। তবে বার বার তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। ২০২০ সালের নির্বাচনে তিনি অঙ্গীকার করেছিলেন যে, তিনি হবেন ডেমক্রেটদের জন্য সেতুবন্ধন। নতুন যেসব ডেমোক্রেট আসবেন তাদের সঙ্গে তার হবে এমনই সম্পর্ক।