আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এত সহজে শিরোপা পাচ্ছে না জুভেন্টাস

এত সহজে শিরোপা পাচ্ছে না জুভেন্টাস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২০ , ৫:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনায় ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতালি। যে কারণে সিরি আবন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। শোনা যাচ্ছিল, এবার হয়তো ইতালিয়ান মৌসুমই বাতিল হয়ে যাবে। তেমনটি হলে এক পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে থাকা জুভেন্টাসকেই হয়তো ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন! কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি গাবরিয়েলে গ্রাভিনা যা বলছেন, তাতে এত সহজে শিরোপা পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা! তিনি চাইছেন, পরে হলেও মাঠে গড়াক সিরি আ। টিএমডাব্লিউ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সেই আভাসই দিয়েছেন গ্রাভিনা, ‘প্রাধান্যের বিষয়ই হচ্ছে মৌসুমটা শেষ করা। মে মাসের ২০ তারিখ অথবা জুনের প্রথম দিকে শুরু করে যেন জুলাইয়ে শেষ করা যায়, এমন পরিকল্পনা আছে। আবার আগস্ট-সেপ্টেম্বর নিয়েও কথা হচ্ছে।’ গ্রাভিনা জোর গলাতেই বলছেন, এই মৌসুমটা যেভাবেই হোক শেষ করতে চান তিনি। প্রয়োজনে পরের মৌসুমকে বাদ দিয়ে হলেও রক্ষা করতে চান এই মৌসুম, ‘আমি পরিষ্কার করেই বলতে চাই। এই মৌসুমকে রক্ষা করতে প্রয়োজনে আরেকটি মৌসুম বাতিলের ঝুঁকি নিতেও রাজি আছি।’ তিনি মনে করেন, মৌসুম বাদ দেওয়া হলে, তা হবে গুরুতর অন্যায়!