আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এবার আকাশ চোপড়ার ওয়ানডে একাদশে সাকিব আল হাসান

এবার আকাশ চোপড়ার ওয়ানডে একাদশে সাকিব আল হাসান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০২০ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশের তারকা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া বিশ্ব সেরা একাদশ দাঁড় করানো যে কারো জন্যই কঠিন। ইংল্যান্ড বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পান সাকিব। ক্রিকবাজ, ইএসপিএনের সেরা একাদশেও জায়গা পান সাকিব। ক’দিন আগে ইয়ান বিশপ তার দশক সেরা ওয়ানডে একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে রাখেন সাকিবকে। এবার আকাশ চোপড়া তার বর্তমানের সেরা ওয়ানডে একাদশও সাজালেন সাকিব আল হাসানকে রেখে। আকাশ চোপড়ার দলের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মরগান। এছাড়া পেস অলরাউন্ডার হিসেবে তার দলে আছেন বেন স্টোকস। সঙ্গে আরও তিনজন পেসার রেখেছেন তিনি। তবে অবাক করার ব্যাপার হলো ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি ককের মতো ওপেনার পাত্তা পাননি তার দলে। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে তিনি বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ শেই হোপকে। উইকেটরক্ষক তিনিই। এছাড়া পেস আক্রমণে ‍বুমরাহ-রাবাদকে ছাপিয়ে ভারতের মোহাম্মদ শামিকে বেশি পছন্দ হয়েছে তার। আকাশ চোপড়ার বর্তমানের সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, শেই হোপ, বিরাট কোহলি, রস টেইলর, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, মিশেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, লকি ফার্গুসন (বাবর আজম দ্বাদশ ম্যান)।