আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার একসঙ্গে নাচলেন আমির-কিরণ

এবার একসঙ্গে নাচলেন আমির-কিরণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২১ , ১২:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ডিভোর্সের পর একসঙ্গে হাত ধরাধরি করে হাসিমুখে ভিডিও পোস্ট করে মন জয় করেছিলেন সবার। এবার সিনেমার সেটে একসঙ্গে নেচে ফের ভাইরাল সাবেক সংসার জুটি আমির-কিরণ। লাদাখে চলছিল ‘লাল সিং চাড্ডা’র যুদ্ধদৃশ্যের শুটিং। সেখানেই আছেন আমির ও কিরণ। আর শুটিংয়ের এক ফাঁকে লাদাখের ঐতিহ্যবাহী পোশাক কস ও সুলমা পরতে দেখা গেলো দু’জনকে। তারপর ওয়াখা গ্রামের বাসিন্দাদের সঙ্গে তালে তালে নাচলেনও। এ সময় তাদের নাচের বিভিন্ন মুদ্রা শিখিয়ে দিতে দেখা গেছে গ্রামবাসীকে।