আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার করোনায় আক্রান্ত শওকত আলী ইমন

এবার করোনায় আক্রান্ত শওকত আলী ইমন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০২০ , ২:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক শওকত আলী ইমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিক দুর্বলতায় ভুগলে তিনি করোনা টেস্ট করান। এরপরই জানতে পারেন তার করোনা পজেটিভ এসেছে। এ তথ্য নিশ্চিত করেন সংগীত পরিচালক নিজেই। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন।

শওকত আলী ইমন গণমাধ্যমে বলেন, ‘কয়েকদিন ধরেই জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছিলাম। মনে হচ্ছিলো করোনা হতে পারে। সেজন্য গতকালই টেস্ট করিয়েছিলাম সকালে। রাতে রিপোর্ট পেলাম করোনা পজিটিভি। এখন পর্যন্ত খারাপ কিছু নয়। বাসাতেই আছি। লেবু পানি, গরম পানি খাচ্ছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া চাই সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।’

ইমন সংগীত পরিচালক হিসেবে নাম লেখান ১৯৯৬ সালে। অডিও ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন অনেক গান। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ভারতের চলচ্চিত্রেও। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শওকত আলী ইমন।