আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এবার কলকাতার সিনেমায় নাদিয়া

এবার কলকাতার সিনেমায় নাদিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২২ , ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বাংলাদেশের অনেক তারকা অভিনেত্রী এরই মধ্যে কলকাতার সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার তাদের দলে যুক্ত হচ্ছেন দেশের মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। এটি নির্মাণ করবেন শিব রাম শর্মা আর এর গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী। জানা গেছে, আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সিনেমার গল্পটি হচ্ছে নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়ে। এতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র, বাংলাদেশের ফারজানা চুমকিসহ আরও অনেকে।

নাদিয়া বলেন, ‘ক্যারয়ারের শুরু থেকেই আমি সব সময়ই একটু ভিন্ন গল্পে কাজ করতে চেয়েছি। সুনেত্রা সুন্দরমের ভাবনাটি আমার বেশ আলাদা মনে হয়েছে। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। এটি সামাজিক সচেতনতামূলক বিষয় শৌচাগার নিয়ে ছবিটি হতে যাচ্ছে’। তিনি জানান, আগামী ২০ মার্চ এর শুটিংয়ে অংশ নেবেন নাদিয়া। আর শুটিং হবে চন্দননগর ও কলকাতার বিভিন্ন স্থানে।