আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি এবার মশা তাড়াবে স্মার্টটিভি!

এবার মশা তাড়াবে স্মার্টটিভি!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


television-vieঅনলাইন ডেস্ক: যত দামি ফ্ল্যাটেই থাকেন না কেন, মশা আপনার ঘরে প্রবেশ করবেই। মশা থেকে মুক্তি পেতে আবিষ্কৃত হয়েছে নানা ঔষধ। কয়েল, ধুপ, ইলেকট্রিক কয়েল, মশা মারার ব্যাট সহ অসংখ্য ডিভাইস।

সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি এমন একটি টিভি আবিষ্কার করেছে যেটা থাকলে আর রুমে মশা আসবেনা না। এই যুগে টিভি নেই এমন ঘর মেলা ভার। তাই এলজি এবার এমন একটি স্মার্টটিভি নিয়ে আসলো যে টিভি চললে সেই রুমকে মশামুক্ত রাখা যাবে।

এলজি সংস্থার দাবি টিভি-র শব্দের সঙ্গে এমন একটি ‘টক্সিক রেপেল্যান্ট’ ব্যবহার করা হয়েছে যা মানুষের শরীরে কোন খারাপ প্রভাব ফেলবে না তবে মশা তাড়িয়ে দেবে। ‘টক্সিক রেপেল্যান্ট’ মানে তাতে কোন রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না বলেই দাবি করেছে সংস্থাটি।

এমনকী, এই ‘টক্সিক রেপেল্যান্ট’ একদম লাইফটাইম গ্যারান্টি দেওয়া। এটাকে রিফিলিং করার কোন দরকার নেই।