এবার মস্কোতে অপি করিমের সিনেমা
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২০ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের যৌথ-প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী (কলকাতা)। দুই বাংলার প্রযোজিত এই ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়েছে। উৎসবটির ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে রয়েছে বলে জানানো হয়েছে। সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক জসীম আহমেদ। তিনিই মস্কোতেই ছবিটির ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ছবিটির সহযোগী প্রযোজক হিসেবে আছে কলকাতার ফ্লিপবুক।
গত ১ অক্টোবর শুরু হয় উৎসবটির ৪২তম আসর। শেষ হবে ৮ অক্টোবর। ৬ অক্টোবর উৎসবে দেখানো হয় ‘মায়ার জঞ্জাল’। সমাপনী দিনে রয়েছে ছবিটির আরেকটি প্রদর্শনী রয়েছে বলেও জানানো হয়েছে উৎসবের ওয়েব সাইটে। চলচ্চিত্র প্রযোজক সমিতির আন্তর্জাতিক ফেডারেশনের (এফআইএপি) এ-গ্রেডের তালিকাভুক্ত মস্কো উৎসব। রুশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, মস্কো সরকার ও শহরটির সংস্কৃতি বিভাগ এতে সহায়তা করে।
নির্মাতা-প্রযোজক জসীম আহমেদ জানান, ‘গোয়া ফিল্ম বাজারে প্রতিবছর দক্ষিণ এশিয়া থেকে জমা পড়া শত শত ছবির মধ্যে মাত্র ২০-২২টি ছবি রিকমেন্ডশনে রাখা হয়। এগুলো বিশ্বের বিভিন্ন উৎসবের প্রোগ্রামার, পরিবেশকসহ অনেকে দেখেন। আমাদের ‘মায়ার জঞ্জাল’ ওয়ার্কিং প্রগ্রেস প্রজেক্ট হিসেবে রিকমেন্ডেশনে ছিল সেখানে। মস্কো উৎসবের আয়োজকরা গোয়ায় এটি দেখেই নির্বাচন করেন। মজার বিষয় হলো, আমাদের কিন্তু ছবিটি জমা দিতে হয়নি!’
এর আগে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পায় ‘মায়ার জঞ্জাল’। এই আয়োজনেই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরেছেন এ অভিনেত্রী।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা (সত্য), কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (বিউটি), পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু (গনেশ বাবু)। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। আগামী বছরের শুরুর দিকে একই দিনে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে ‘মায়ার জঞ্জাল’।