আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীতে বাসার গেট ভেঙে মরদেহ উদ্ধার

রাজধানীতে বাসার গেট ভেঙে মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২১ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :    রাজধানীর মিরপুর আহমেদনগর পাইকপাড়া এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম রাইসুল ইসলাম রাসেল (৪০)। তিনি ঐ এলাকার বাসিন্দা হলেও কারও সঙ্গে তেমন চলাফেরা করতেন না। মঙ্গলবার বিকেলে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। ঐদিন দিবাগত রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম।

পুলিশ জানায়, পাইকপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। বিকেলে গিয়ে বারান্দার লোহার গেট ভেঙে কক্ষ থেকে রাসেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে এসআই শাহিন আলম জানান, রাতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।