আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব এবার সরকারি বাংলো ছাড়তে হবে প্রিয়ঙ্কার

এবার সরকারি বাংলো ছাড়তে হবে প্রিয়ঙ্কার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২০ , ৩:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  দিল্লিতে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে। আন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ৩০ জুন কেন্দ্রীয় নগর এবং আবাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে তাকে ওই বাংলো খালি করতে বলা হয়। আগামী ১ অগাস্টের মধ্যে তাকে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। নইলে তাকে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

ওই চিঠিতে বলা হয়, লোদী এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি ৬-বি ধরনের, যা কিনা এসসপিজি নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়ঙ্কাকে যেহেতু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে হবে তাকে। যারা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান, তাঁরা সরকারি আবাসনের দাবিদার নন।

নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রণালয় যদি সুপারিশ করে, সেক্ষেত্রে সংসদীয় আবাসন কমিটিই একমাত্র তরফে বিশেষ ছাড় দিতে পারে। প্রিয়ঙ্কার ক্ষেত্রে সেই ধরনের কোনও পদক্ষেপ যেহেতু করা হয়নি, তাই বাংলো ছাড়তে বলা হয়েছে তাকে।

বাংলাদেশ জার্নাল/ এমএম