এমন কিছু সিদ্ধান্ত নেব, যেটা মানুষ পছন্দ করবে না: নাজমুল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৩ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির বৈঠক হওয়ার কথা ছিল গতকাল রোববার (২৬ নভেম্বর)। কিন্তু জাতীয় নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকায় নাজমুল হাসান সাবেক অধিনায়ককে সময় দিতে পারেননি। আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় নাজমুল হাসানের বাসায় অনুষ্ঠিত হয় দুজনের বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মূলত এই বৈঠকে বসার পেছনের কারণ, তামিমের ভবিষ্যৎ নির্ধারণ। আন্তর্জাাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম জাতীয় দলে খেলা নিয়ে কি ভাবছেন, তার পরিকল্পনা জানতে এবং বিসিবির পরিকল্পনা জানাতে আলোচনায় বসা। সঙ্গে দলের সামগ্রিক চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া। লম্বা আলোচনা শেষে বেরিয়ে নাজমুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে সব কথা হয়নি তাদের। সামনে আবার তারা বসবেন। তবে যতটুকু আলোচনা শুনেছেন তার গভীরে ঢুকতে চান তিনি।
এজন্য বিপিএলের পর তামিমের সঙ্গে আবার বসবেন। শুধু তামিম নয়, জাতীয় দল সংশ্লিষ্ট কয়েকজনকে নিয়ে বসবেন নাজমুল হাসান। এরপর এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা পছন্দ হবে না সাধারণের, সেই ধারণা দিয়ে রাখলেন। নাজমুল হাসান বলেছেন, ‘তামিম দুই তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না তাই আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প।’
জাতীয় নির্বাচনের কারণে নাজমুল হাসানের প্রচুর ব্যস্ততা। তাই ক্রিকেটে মনোযোগ দিতে পারছেন না। নির্বাচনের পর বিপিএল চলার সময় ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দেওয়ার কথা বললেন তিনি, ‘তারপরও তামিম কিছু কথা বললো। এমন একটা সময় বলেছে যখন আমার হাতে একদম সময় নেই। এক মাস পর নির্বাচন। নির্বাচন থেকে এলেই যে সব সমস্যা জানবো ,তা তো না। আমি কারো কথায় কিছু করবো না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায়। আমি ডিপে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলবো, নিজের সিদ্ধান্তটা নেব। ওর সঙ্গে কথা হয়েছে, যাই সিদ্ধান্ত নেই বিপিএলের পর হবে। বিপিএলটা শুরু হলে সব প্লেয়ার, কোচিং স্টাফদের পাবো। সবার সঙ্গে একসঙ্গে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেই সিদ্ধান্ত নেব।’