আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব এরদোয়ানের সমর্থন, ন্যাটো সদস্য হচ্ছে সুইডেন

এরদোয়ানের সমর্থন, ন্যাটো সদস্য হচ্ছে সুইডেন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে সমর্থন দিতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নিরাপত্তা ইস্যুর কথা বলে প্রায় এক বছর ধরে এতে নাখোশ ছিলেন এরদোয়ান। খবর আল জাজিরা ও বিবিসির। ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ গতকাল সোমবার এক ঘোষণায় জানান, এরদোয়ান তুরস্কের পার্লামেন্টে সুইডেনের সমর্থনে বিষয়টি পাঠাতে রাজি হয়েছেন। এ নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমি অনেক আনন্দিত এবং এটি সুইডেনের জন্য একটি ভালো দিন। এর আগে তুরস্ক মাসের পর মাস ধরে সুইডেনের আবেদন আটকে রেখেছিল। দেশটি কুর্দিস জঙ্গিদের আশ্রয়দাতা বলে সুইডেনকে অভিযোগ করে আসছিল।  এমন খবরের প্রতিক্রিয়া হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এরদোয়ানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। বর্তমানে ন্যাটোর ৩১টি সদস্য দেশ আছে। সুইডেন এতে যোগ দিলে তা বেড়ে দাঁড়াবে ৩২ এ। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমি ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা এবং প্রতিরোধ বাড়াতে প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’ এরদোয়ানের রাজি হওয়ার বিষয়ে ন্যাটো মহাসচিব সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছিৃ প্রেসিডেন্ট এরদোয়ান সুইডেনের সদস্যপদের আবেদন সংসদে পাঠাতে এবং দ্রুত সময়ের মধ্যে এটির অনুমোদন দিতে সম্মত হয়েছেন।’