আজকের দিন তারিখ ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এলাকায় ঘুরে কুকুরদের খাবার দিচ্ছেন নায়লা নাঈম

এলাকায় ঘুরে কুকুরদের খাবার দিচ্ছেন নায়লা নাঈম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২০ , ৫:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের প্রভাবে যখন স্থবির সারাদেশ তখন, ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করলেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। আলোচিত এ মডেল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পথের কুকুরদের খাবারের জোগান দিচ্ছেন। নায়লা নাঈম বলেন, লকডাউনের কারণে কেউ বের হতে পারছে না। আগে চায়ের দোকান, হোটেল থেকে খাবার পেয়ে খেতে পারত রাস্তার কুকুরগুলো। কিন্তু এখন সব বন্ধ থাকায় তাদেও খাবারের উৎস নেই। এতে করে রাস্তার প্রাণী বিশেষ করে কুকুর অনাহারি থাকছে। মানবিকতার জায়গা থেকে আমি ঢাকার বিভিন্ন এলাকায় পথের কুকুরদের খাবার দিয়ে যাচ্ছি। তিনি বলেন, গত ৭ দিনে রামপুরা, খিলগাঁও চৌরাস্তা, রাজারবাগ, বনশ্রী, আফতাবনগর, বাড্ডা লিংক রোড, হাতিরঝিল, গুলশান-১ সহ বিভিন্ন এলাকার প্রায় ১৩০০ কুকুরের খাবারের ব্যবস্থা করেছি। একবার খাওয়ালে কয়েক ঘণ্টা তাদের খাবারের ঘাটতি পূরণ হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের হাজারও সংগঠন খুঁজে পাওয়া যাবে। কিন্তু রাস্তায় এসব নিরীহ পশুদের জন্য এখন কাউকে দেখা যাচ্ছে না। একেক দিন একেক এলাকায় নিজের স্কুটি নিয়ে বের হই। সঙ্গে থাকে খাবার। মুরগির বিভিন্ন উচ্ছিষ্ট। কুকুর রাস্তায় সামনে পেলেই খাওয়াই। বসে বসে তো খাওয়ানো সম্ভব নয়। আমার কোনো অর্গানাইজেশন নেই যে সেখান থেকে এসব খাবারের জোগান আসবে। আমি নিজেই কিনে দিচ্ছি। এর মধ্যে মাইশা এবং শিমু নামে দুজন আপু আমাকে সাহায্য করেছেন। তিনি বলেন, যতটুকু করার চেষ্টা করছি এটা পুরোপুরিই মানবিকতা। পশুপাখি ছাড়াও মানুষের পাশে থাকার চেষ্টা করি। করোনাভাইরাস ছাড়াও দুর্ঘটনাতেও মৃত্যু হতে পারে। মারা গেলে এই টাকাপয়সা কী হবে? তাই চেষ্টা করি যতটুকু পারি প্রয়োজনে পাশে থাকার। সেটা মানুষ হোক বা প্রাণী হোক।