আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এলিট প্যানেলে প্রথম রেফারি সালমা

এলিট প্যানেলে প্রথম রেফারি সালমা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৬:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : দেশের নারী রেফারিদের মধ্যে ফিফার সহকারী রেফারি হিসেবে সালমা আক্তার মনি ইতিহাস গড়েছেন। এএফসির এলিট প্যানেল রেফারির তালিকায় তার নাম উঠেছে। গত ১৬-১৯ জানুয়ারি মালয়েশিয়ায় এশিয়ার ১৩ রেফারির পরীক্ষা সম্পন্ন হয়। যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট জানিয়েছে এএফসি। সেখানে বাংলাদেশের দুই প্রার্থী জয়া চাকমা এবং সালমা আক্তার মনি পরীক্ষা দিয়েছেন।
এদের মধ্যে পাশ করেছেন মনি। দেশের নারী রেফারিদের মধ্যে মুখ উজ্জ্বল করেছেন তিনি। গতকাল মনি জানিয়েছেন ফিটনেস পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং ম্যাচ পরিচালনা করতে হয়েছে। সবকিছু মিলিয়ে যদি পাশ নম্বর উঠে তাহলে তাকে এলিট প্যানেলে তালিকায় ওঠানো হয়। আমি বাংলাদেশে প্রথম এলিট প্যানেলের রেফারি হলাম।’১৩ জনের মধ্যে আট জন পাশ করেছেন, এর মধ্যে বাংলাদেশের মনি রয়েছেন সেই তালিকায়। মনি জানালেন উজবেকিস্তান, মিয়ানমার, নেপাল, ভিয়েতনাম ও চীনের রেফারি রয়েছেন। নওগাঁর উত্তর সাতপাই এলাকার মেয়ে মনির এই সাফল্য এখন ফুটবল পৃথিবীর যে কোনো দেশে নারী ফুটবল ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জনের মাপকাঠি। এক বছর পর আবার নতুন করে পরীক্ষা দিয়ে এলিট প্যানেলে উঠতে হবে। ২০১৩ সালে রেফারিং জগতে মনির প্রবেশ।