আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এশিয়া কাপের সময় পরিবর্তন

এশিয়া কাপের সময় পরিবর্তন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। পাকিস্তানের মুলতানে পর্দা উঠবে এশিয়া কাপের। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নেপাল ও পাকিস্তানের মধ্যে। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে খেলা শুরুর সময়ে কিছুটা পরিবর্তন এনেছে এসিসি। টুর্নামেন্টের সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস সোমবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।
পূর্বে প্রকাশিত সূচি অনুযায়ী, একেক ম্যাচ একেক সময়ে শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী এশিয়া কাপের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আসরের মোট চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি নয়টি ম্যাচে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে শ্রীলঙ্কা। উল্লেখ্য, এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। গ্রুপ পর্বে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে, পাকিস্তান লড়বে ভারত ও নেপালের বিপক্ষে।