এশিয়ান গেমস নারী ফুটবল : বাংলাদেশ মাঠে নামছে আজ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : এশিয়ান গেমস চীনের হ্যাংজুতে হলেও বিভিন্ন খেলা হচ্ছে এই শহরের বাইরে। নারী ফুটবল হচ্ছে আরেক শহর হোয়াংজুতে। সেখান থেকে ৩২০ কিলোমিটার দুরে ইয়ংজু শহরে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির ছাপ ফেললেও দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু চীন থেকে জানিয়েছেন তারা খেলোয়াড়দেরকে ২৪ ঘণ্টা বিশ্রাম দিয়েছেন সাবিনাদেরকে।
এখন খেলোয়াড়রা সম্পূর্ণ ফিট। ইয়ংজুতে স্টেডিয়ামে ঢুকে বাংলাদেশের নারী ফুটবলাররা মাঠে হেঁটে বেড়ালেন। এই মাঠেই আজ বিকেল সাড়ে ৫টায় জাপানের বিপক্ষে ম্যাচ। স্টেডিয়ামের নান্দনিকতা দেখে খেলোয়াড়রা অভিভূত। ফুটবলারা মাঠে হেঁটে হেঁটে পুরো স্টেডিয়ামের সৌন্দর্য ভিডিও করলেন। সেই ভিডিও ফেসবুকে দিলেন। ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের ফুটবলাররা। এবারই প্রথম এশিয়ান গেমসে নারী ফুটবল দল খেলছে। আজ এশিয়ান গেমস নারী ফুটবলে নামবে বাংলাদেশ। সাবিনা, সানজিদাদের সামনে পাহাড় সমান শক্তি, জাপান। মাত্রই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ফুটল খেলেছে জাপান। সূচিতে আছে জাপান আগামীকাল তাদের ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। দ্বিতীয় দল খেললেও জাপানের ফুটবল শক্তি বাংলাদেশের তুলনায় আকাশ-পাতাল পার্থক্য। এশিয়ান গেমস ফুটবলে খেলতে যদি জাপানের দ্বিতীয় দলটাও আসে তাহলেও শক্তির বিচারে তারাও পাল্লায় ভারী। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু চীন থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন দল যেটাই আসুক জাপানের বিপক্ষে যেন ভয়াভহ রেজাল্ট না হয়। বাংলাদেশ হারতেই পারে। সেটা নিয়ে ভাবনা নেই। সাবিনাদের কানে জাপানের বিপক্ষে ভালো খেলার মন্ত্র দিয়েছেন তারা। সাইফুল বারী টিটু এই দলের আপদকালী কোচ। বাস্তবতা বুঝেন। তিনি চীন থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন বিশ্বকাপে খেলা দলটাই আসছে। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের ফুল টিম এসেছে জাপানের। আমরা ফিজিক্যাললি ট্যাকটিক্যাললি অনেক পিছিয়ে। ম্যাচটা যতটা কম্পিটিভি করা যায়। খেলোয়াড়দেরকে সেবাবে রাখার চেষ্টা করছি।’ শক্তিশালী বাংলাদেশের গ্রুপে জাপান ছাড়াও আরেক শক্তিশালী দল ভিয়েতনাম রয়েছে, আছে নেপালও।