আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস এশিয়ান গেমসে খেলবেন না জামাল

এশিয়ান গেমসে খেলবেন না জামাল


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২৩ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখে চীনের হাংজুতে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের এবারের আসর। গেল মাসে এই টুর্নামেন্টটির জন্য জামাল ভুঁইয়াকে অধিনায়ক করে ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এখন দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। হয়তো অধিনায়ক খেলবেন না জাতীয় দলের হয়ে এই টুর্নামেন্টটি। এর আগে এ টুর্নামেন্টটি চলাকালে এএফসি কাপ থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনীর খেলোয়াড়দের বাদ রেখেই স্কোয়াড তৈরি করেছে বাফুফে। তবে এখন সেখানেও লেগেছে গোলমাল। মূলত সদ্য আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে নাম লেখানোর পরই জামাল ভুঁইয়ার না খেলার বিষয়টি সামনে এসেছে। কারণ আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসর সময় আর্জেন্টাইন এ ক্লাবটির একাধিক ম্যাচ রয়েছে। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এশিয়ান গেমসের সময় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। যেখানে বাংলাদেশের দুটি ক্লাবই তাদের খেলোয়াড় ছাড়েনি সেখানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর জন্যও জামালকে না ছাড়ার সম্ভাবনাই বেশি। ফলে তার এশিয়ান গেমসে খেলা হচ্ছে না তা বলাই যায়।

এই টুর্নামেন্টটি অনূর্ধ্ব-২৩ দলের তবে তিন জন সিনিয়র খেলোয়াড় খেলতে পারেন। আর সেই কোটাতেই জামাল ভুঁইয়াকে নিয়ে স্কোয়াড সাজিয়েছিল বাফুফে। তবে জামালের হুট করে আর্জেন্টিনায় চুক্তি করাতে যেন সব কিছু এখন এলোমেলো হয়ে গেল। এদিকে জামাল ভুঁইয়া ছাড়াও ২২ সদস্যের স্কোয়াডের মধ্যে আরো তিন খেলোয়াড়কে দলে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা হলেন—ইব্রাহিম, রকিব ও মেহেদী হাসান শ্রাবণ। কারণ নতুন মৌসুমে তারা সদ্য সমাপ্ত মৌসুমে অন্য ক্লাবে থাকলেও নতুন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের জন্য নিবন্ধিত হয়েছেন। এতে করে এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড এখন নেমেছে ১৮ জনে।

এর আগে বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল জামালের আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দেওয়ার। কিছু দিন আগে প্রস্তাবও পেয়েছিলেন তিনি সরাসরি যোগ দেওয়ার। কিন্তু সেসময় মেসিদের দেশের ক্লাবটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি জামালকে। তিনিও সেসময় এসব কিছুকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। এতে করে অনেকেই ধারণা করেছিলেন অধিনায়কের হয়তো যাওয়া হচ্ছে না। তবে কয়েক দিন আগে কাউকে কিছু না জানিয়ে হুট করেই জামাল আর্জেন্টিনায় গিয়ে চুক্তির সব প্রস্তুতি সেরে ফেলেন এবং গতকাল চুক্তি সম্পন্ন করেন।