আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন এশিয়ার সেরা গায়িকার খেতাব জিতলেন নেহা কক্কর

এশিয়ার সেরা গায়িকার খেতাব জিতলেন নেহা কক্কর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ৭:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউড গায়িকা নেহা কক্করের মুকুটে নতুন পালক। রিয়েলিটি শো’তে বিচারকের আসন থেকে বলিউডের বিগ বাজেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ, সুরের জাদুতে মাতিয়ে রেখেছেন তিনি। শ্রেয়া ঘোষালের পরই যদি বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো গায়িকার নাম নেওয়া হয়, নিঃসন্দেহে সেখানে নেহা কক্করের নাম উঠে আসবে। তাকে ঘিরে বিতর্কও কিছু কম হয়নি। ভারতীয় সংগীত দুনিয়ার সেই গায়িকার নামের পাশেই এবার যোগ হলো নয়া খেতাব। এশিয়ার সেরা গায়িকার খেতাব জিতলেন নেহা কক্কর। তবে চমকপ্রদ ব্যাপার হলো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই গায়ক বিলি ইলিশ, যিনি কিনা বড় বড় অনুষ্ঠানের রেড কার্পেট মাতান, তাকেও পেছনে ফেলে দিয়েছেন বলিউডের এই গায়িকা। শুধু তাই নয়, নিকি মিনাজ, সেলিয়ানা গোমসের মতো তারকারাও হার মেনেছে নেহা কক্করের অনুরাগী সংখ্যার কাছে। সম্প্রতি ঊীঅপঃংথঈযধৎঃং নামক এক সংস্থার তরফে সারা বিশ্বের মহিলা শিল্পীদের জনপ্রিয়তার ভিত্তিতে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ‘মোস্ট ভিউয়ড মহিলা আর্টিস্ট’দের প্রথম দশের পরিসংখ্যানে নাম রয়েছে নেহা কক্করের। তাও আবার তালিকার দ্বিতীয় স্থানেই। শীর্ষস্থানে রয়েছেন কার্ডি বি।