আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ঐশ্বরিয়া ‘প্লাস্টিক’, ফের ক্ষমা চাইলেন ইমরান হাশমি

ঐশ্বরিয়া ‘প্লাস্টিক’, ফের ক্ষমা চাইলেন ইমরান হাশমি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৪ , ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ২০১৪ সালে করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ‘মার্ডার’খ্যাত বলিউড অভিনেতা ইমরান হাশমি। ব্যস, তারপর থেকেই ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ইমরানের দূরত্ব বাড়তে থাকে। ২০১৭ সালে মুক্তি পায় ইমরান হাশমি অভিনীত ‘বাদশাহো’ সিনেমা। ২০১৬ সালে সিনেমাটিতে অভিনয়ের জন্য পরিচালক মিলন লুথারিয়া ঐশ্বরিয়াকে প্রস্তাব দেন। কিন্তু তা প্রত্যাখ্যান করেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। এরপর ইমরানের সঙ্গে ঐশ্বরিয়ার দ্বন্দ্বের বিষয়টি আরো জোরালো হয়। তারপর ভারতীয় একটি গণমাধ্যমে ক্ষমা চান ইমরান। তাতেও কোনো কাজ হয়নি। এবার ইমরান জানালেন, ঐশ্বরিয়ার কাছে ফের ক্ষমা চাইতে চান তিনি।

কয়েক দিন আগে লালনটপকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান হাশমি। এ আলাপচারিতায় ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলার প্রসঙ্গ তুলেন সঞ্চালক। এ বিষয়ে ইমরান হাশমি বলেন, ‘আমি এজন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি যাদের কথা বলেছি, তাদের প্রত্যেককে ভীষণ সম্মান করি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ প্লাস্টিক’ বলার ঘটনা ব্যাখ্যা করে ইমরান হাশমি বলেন, ‘এটি অশোভন ছিল। ইদানীং মানুষ অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়েছে। মানুষ সোশ্যাল মিডিয়ায় সবকিছু নিয়েই ক্ষিপ্ত হয়ে পড়েন। মূলত, ওই অনুষ্ঠানে আমরা একটি খেলা খেলছিলাম, যা মজার ছলে খেলছিলাম। শোতে এমন অনেক খেলাই থাকে। কিন্তু আগে মানুষ এতটা সংবেদশীল ছিলেন না।’

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ইমরান হাশমি বলেন, ‘বিষয়টি নিয়ে তিনি (ঐশ্বরিয়া) যদি ক্ষুব্ধ হয়ে থাকেন, তবে আমি তার কাছে ক্ষমা চাইতে চাই।’