আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ওয়াংখেড়ে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখবেন বেকহ্যাম

ওয়াংখেড়ে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ দেখবেন বেকহ্যাম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : লিওনেল মেসিকে ইন্টার মায়ামিতে নিয়ে গেছেন ডেভিড বেকহ্যাম। যুক্তরাষ্ট্রের ক্লাবটির অন্যতম মালিক তিনি। ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতানো বেকহ্যাম এখন পুরোপুরি ফুটবল সংগঠক।
এবার সুদর্শন বেকহ্যাম আসছেন মুম্বাইয়ে। ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ওয়াংখেড়ে বসে ওই ম্যাচ উপভোগ করবেন সাবেক এই ফুটবল তারকা।
ইংল্যান্ডে ফুটবল জনপ্রিয় খেলা। ওই অঙ্গনের তারকারা ক্রিকেটের তেমন একটা খোঁজ খবর রাখেন না। তবে বেকহ্যাম ক্রিকেটের ভালোই খবর রাখেন। শৈশবে তিনি ক্রিকেট পছন্দ করতেন। তবে সাদা এক জোড়া বুট তাকে ফুটবলার বানিয়ে দিয়েছে সাক্ষাৎকারে এমন কথা বলেছিলেন তিনি।
তবে ব্যস্ত বেকহ্যাম ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল আবেগ নিয়ে দেখতে আসছেন কিনা বলা দুষ্কর। তিনি মূলত আসছেন ইউনিসেফের পক্ষ থেকে। সাবেক ইংল্যান্ড সুপারস্টার ইউনিসেফের শুভেচ্ছাদূত। সেজন্যই খেলা দেখতে মুম্বাই আসছেন তিনি।