আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
Uncategorized ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২০ , ১:৫৬ অপরাহ্ণ | বিভাগ: Uncategorized


দিনের শেষে ডেস্ক :  সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার তানপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সিলেট এম এ জি ওসমানী হাসাপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন সিলেট হাইওয়ে পুলিশের ওসি মায়নুল ইসলাম।

তিনি জানান, তাজপুর এলাকার তানপুর নামক স্থানে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। গুরুতর আহত একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেটকার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসেন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।