আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ওয়ানডেতে দারুণ শুরু অস্ট্রেলিয়ার

ওয়ানডেতে দারুণ শুরু অস্ট্রেলিয়ার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২০ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরাটা সুখকর হয়নি অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টিতে ফেরার সিরিজে হারতে হয়েছে ২-১ ব্যবধানে। সে হতাশা কাটিয়ে ওয়ানডেতে ছন্দ ফিরে পেয়েছে অসিরা। সিরিজের প্রথম ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছে অ্যারন ফিঞ্চের দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গতকাল শুক্রবার ইংল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে গেল সফরকারীরা।
ওল্ড ট্র্যাফোর্ডে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি অতিথিদের। ১৩ রানের মধ্যেই বিদায় নেন ডেভিড ওয়ার্নার। এরপর নবম ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক ফিঞ্চ। ৮০ রানের মাথায় ফিরে যান মার্কাস স্টয়নিসও। তবে ফেরার আগে ৩৪ বলে ৪৩ রান করে যান তিনি। টিকতে পারেননি মার্নাস লাবুশেন ও অ্যালেক্স কেয়ারি।
গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের হারানোর পর আস্থা হয়ে দাঁড়ান মার্শ ও ম্যাক্সওয়েল। ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে সেরা জুটি উপহার দেন দুজন। এই জুটিতে বড় রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫৯ বলে ৭৭ রান করেন ম্যাক্সওয়েল। আর ৭৩ রান করেন মার্শ।
জবাবে ব্যাট করতে নেমে ২৭৫ রানে থেমে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সেঞ্চুরি করেন স্যাম বিলিংস। ১০৭ বলে ১১৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। দুর্দান্ত করেন ওপেনার জনি বেয়ারস্টোও। ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু হেজেলউড ও জাম্পার দুর্দান্ত বোলিংয়ের সামনে বাকিরা পেরে ওঠেননি। শেষ পর্যন্ত ১৯ রানে হেরে যায় ইংলিশরা।
২৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হেজেলউড; আর, ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন জাম্পা। আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৯৪/৯ (ওয়ার্নার ৬, ফিঞ্চ ১৬, স্টয়নিস ৪৩, লাবুশেন ২১, মার্শ ৭৩, কেয়ারি ১০, ম্যাক্সওয়েল ৭৭, কামিন্স ৯, স্টার্ক ১৯*, জ্যাম্পা ৫, হেজেলউড ০*; ওকস ১০-০-৫৯-১, আর্চার ১০-০-৫৭-৩, উড ১০-০-৫৪-৩, মইন ১০-০-৫৯-০, রশিদ ১০-০-৫৫-২)।
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৭৫/৯ (রয় ৩, বেয়ারস্টো ৮৪, রুট ১, মর্গ্যান ২৩, বাটলার ১, বিলিংস ১১৮, মইন ৬, ওকস ১০, রশিদ ৫, আর্চার ৮*; স্টার্ক ১০-০-৪৭-০, হেইজেলউড ১০-৩-২৬-৩, কামিন্স ১০-০-৭৪-১, জ্যাম্পা ১০-০-৫৫-৪, মার্শ ৫-১-২৯-১, ম্যাক্সওয়েল ৩-০-১৯-০, স্টয়নিস ২-০-১৫-০)।
ফল: অস্ট্রেলিয়া ১৯ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জস হেজেলউড।