আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ওয়ার্নের চোখে সেরা শচীন-লারা

ওয়ার্নের চোখে সেরা শচীন-লারা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ১:৩৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের এই কঠিন সময়ে গৃহবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে সবাই কোনো না কোনো উপায় খুঁজে নিচ্ছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের সময় কাটছে স্মৃতি রোমন্থন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আড্ডার ফাঁকে চলছে স্মৃতিচারণ। ওয়ার্ন ছিলেন নিজের প্রজন্মের সেরা বোলার। তার সময়ের সেরা ব্যাটসম্যান কে? স্পিন জাদুকর বেছে নিলেন দু’জনকে- ভারতের শচীন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। সোমবার ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভক্তদের এক প্রশ্নের জবাবে ওয়ার্ন জানান, বাকি সব ব্যাটসম্যানের চেয়ে এই দু’জন অনেক এগিয়ে। সব কন্ডিশনে সমান কার্যকর এমন একজন ব্যাটসম্যান বেছে নিতে হলে টেন্ডুলকার ও লারাকে নিয়ে টস করতে হবে আমাকে। তিনি বলেন, শেষ পর্যন্ত টেন্ডুলকারকে বেছে নেব আমি। কিন্তু টেস্টের শেষদিনে যদি ৪০০ রান তাড়া করার প্রশ্ন আসে অবশ্যই আমি লারাকে বেছে নেব।