আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ওয়াশিংটনে হোটেল বিক্রি করে দিচ্ছেন ট্রাম্প

ওয়াশিংটনে হোটেল বিক্রি করে দিচ্ছেন ট্রাম্প


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২১ , ১২:২৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে তার হোটেল বিক্রি করে দিচ্ছেন। হোটেলটির বর্তমান নাম ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৩৭৫ মিলিয়ন ডলারে হোটেলটি বিক্রি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছেই হোটেলটির অবস্থান।
হোটেলটির ক্রয়কারী প্রতিষ্ঠান হোটেলটির নাম পাল্টে নতুনভাবে এটির ব্রান্ডিং করবে বলে জানা গেছে। হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্বে আছে হিলটন গ্রুপ। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে মোট কক্ষ আছে ২৬৩টি। ২০১৬ সালে হোটেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। মার্কিন কংগ্রেসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোটেলটির ব্যবসায়িক ক্ষতি হয়েছিল ৭০ মিলিয়ন ডলার। ২০১৯ সাল থেকেই হোটেলটি বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়।