আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ওয়াহিদ বিন চৌধুরী পরিচালনায় ‘ভালোবাসায় ফরমালিন’

ওয়াহিদ বিন চৌধুরী পরিচালনায় ‘ভালোবাসায় ফরমালিন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২১ , ১০:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী মনি চৌধুরীর নতুন মিউজিক ভিডিও ‘ভালোবাসায় ফরমালিন’। ভিডিওটি নির্মাণ করেছেন ওয়াহিদ বিন চৌধুরী। ‘কাঙাল মিউজিক’ এর ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি । গানের কথা লিখেছেন, সুর, কন্ঠ মনি চৌধুরী নিজেই। সংগীত করেছেন শান সায়েক। গানের মডেল আদর, অনিকা, জাহিদ ইসলাম, স্বাধীন, সেলজুক, শিলা, রেশমি প্রমুখ।
ওয়াহিদ বিন চৌধুরী বলেন, বিভিন্ন চমৎকার লোকেশনে গানটি চিত্রায়িত হচ্ছে। গানটি খুব দরদ দিয়ে গেয়েছেন শিল্পী। গানটি সকলের মুখে মুখে থাকবে আশা করছি।
কণ্ঠশিল্পী মনি জানান, নতুন গানের ভিডিও নিয়ে দর্শক-স্রোতাদের কাছে হাজির হলাম। এই গানটিও আশা করি সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটির ভিডিওটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, পরিচালক ওয়াহিদ বিন চৌধুরী বাংলাদেশের অনেক জনপ্রিয় কন্ঠশিল্পীদের মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করেছেন। তার মধ্যে উলেখ্য আসিফ আকবরের আলোচিত মিউজিক্যাল ফিল্ম হাহাকার, অগোছালো,
ইমন খানের ধ্বংস, নমিনেশন, পাখি-৭। নাটক মধ্যে- সারপ্রাইজ, ভালোবাসার পৃর্নতা, অদেখা পরিনতি, অর্পিতা এখন ডাক্তার উল্লেখযোগ্য।