আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে গেইল

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে গেইল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে রয়েছে মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ​দলে বড় চমক পেসার রবি রামপল। ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন রামপল। এ দিকে রিজার্ভ দলে আছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। ২০১৬ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রামপল। কলম্বোতে সেটি ছিলো টি-টুয়েন্টি ম্যাচ। দেশের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে ২৩ ম্যাচে ২৯ উইকেট রয়েছে ৩৬ বছর বয়সী রামপলের। চলমান সিপিএলে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বিশ্বকাপের দলে জায়গা করে নেন তিনি।
ব্যাটিং বিভাগে আছেন- ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, শিমরোন হেটমায়ার, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার। অলরাউন্ডার হিসেবে আছেন- আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, ফ্যাবিয়ান অ্যালেন এবং চেজ। পেস বোলিংয়ে আছেন- ওশানে থমাস, ওমেদ ম্যাককয় এবং রামপলরা। লেগ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন হেইডেন ওয়ালশ। আগামী ২৩ অক্টোবর দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, শেলডন কটরেল, আকিল হোসেন